
আকতারুজ্জামান-তানোর, রাজশাহী :
রাজশাহীর তানোর উপজেলায় চলতি আমন মৌসুমে ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আষাঢ় মাসের শুরু থেকেই অনুকূল বৃষ্টিপাত হওয়ায় জমিতে পর্যাপ্ত পানি জমেছে, যা আমন চাষে সহায়ক পরিবেশ তৈরি করেছে। আজ ২৮ জুলাই, সোমবার সরেজমিনে উপজেলার কামারগাঁ, মণ্ডুমালা, পাঁচন্দর ও তালন্দ ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকরা বীজতলা থেকে চারা সংগ্রহ করে জমি প্রস্তুত করে আমন রোপণে ব্যস্ত সময় পার করছেন।
তরুণ কৃষক আনোয়ার হোসেন সকালের সময়কে বলেন, “এ সময়টি আমন চাষের জন্য উপযুক্ত। আমরা সরনা-৫, ব্রি-৫১, সুমন সরনা প্রভৃতি উচ্চ ফলনশীল জাতের ধান রোপণ করছি।”
তানোর বরেন্দ্র অঞ্চল হওয়ায় পানির অভাবের আশঙ্কা থাকলেও এবারের নিয়মিত বৃষ্টিপাতে কৃষকদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে শ্রাবণ মাসের শুরুতে কিছু এলাকায় অতিরিক্ত বৃষ্টিতে জমি তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে, যা কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম সকালের সময়কে বলেন, “আমরা মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে থেকে সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছি। বৃষ্টির কারণে মাজরা পোকা বা খোলপোড়া রোগের ঝুঁকি থাকলেও কৃষকদের প্রয়োজন অনুযায়ী পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।”
কৃষি কর্মকর্তারা জানান, এ বছর আমনের উৎপাদন লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বীজ, সার ও পরামর্শ প্রদানে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
তানোরের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সবুজ ধানের সমারোহ, যা অদূর ভবিষ্যতে কৃষকদের মুখে হাসি ফোটাবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।