
জুলফিকার আলী জুয়েল :
গাজীপুরের কোনাবাড়ী এলাকার কলেজ গেট সংলগ্ন জয়দেবপুর-টঙ্গী হাইওয়েতে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোছা. নুরী (৩৯) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। রবিবার রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। তার বাবার নাম মো. আশরাফুল আলম এবং মায়ের নাম মোছা. সাহিদা বেগম। তিনি কোনাবাড়ীর ওরিয়েন্ট এলিউর লিনজেরি লিমিটেড গার্মেন্টসে জুনিয়র সেলাই মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, কারখানা ছুটি শেষে বাসায় ফেরার সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে একটি অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, নুরীর একটি পা কাটা পড়ে এবং মাথার খুলি ফেটে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশেপাশের কেউ ঘাতক গাড়ির নম্বর বা ধরণ শনাক্ত করতে পারেনি।
দুর্ঘটনার পর কোনাবাড়ী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, কলেজ গেট এলাকা সবসময় ব্যস্ত থাকে এবং এ সড়কে প্রায়শই দুর্ঘটনা ঘটে