
মো: গোলাম রব্বানী-স্টাফ রিপোর্টার :
বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, যুবকদের মাদকের করাল গ্রাস থেকে মুক্তির জন্য খেলাধূলার বিকল্প নাই। খেলাধুলার শরীর ও মনকে ভালো রাখে। তাই পরিবারের অভিভাবকদের সন্তানদের প্রতি নজর রাখতে হবে যাতে সন্তানরা বিপথগামী না হয়ে ওঠে।
বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসি নয় বিধায় ৫ আগষ্ট পরবর্তী সময়ে এদেশের মানুষ সুখ,শান্তি এবং নিরাপদে বসবাস করছে। তাই আমরা একটি গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে জনগনের সমর্থন নিয়ে দেশ সেবায় কাজ করতে চাই।
বিএনপি এমন একটি রাজনৈতিক দল যা অহিংস রাজনীতিতে বিশ্বাস করে। বিএনপি সর্বদা শান্তি এবং সমৃদ্ধি রাজনীতিতে বিশ্বাসী। রাজনৈতিক সহিংসতা নিরসনে বিএনপি সর্বদা ঐক্যবদ্ধ।
তিনি বলেন, প্রয়াত অরবিন্দ মন্ডল বুলু ছিলেন বিএনপির জন্য একজন নিবেদিত প্রাণ। তিনি তার জীবনদশায় সৎ,পরোপকারী এবং নির্লোভী ব্যক্তি ছিলেন।
রবিবার ২৭ জুলাই বিকালে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা নবারুন সংঘ আয়োজিত অরবিন্দু মন্ডল বুলু স্মৃতি স্মরনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু,এনামুল হক সজল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি পার্থ দেব মন্ডল, উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান,দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক সাইফুর রহমান মিন্টু,তেরোখাদা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওসার আলী,খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, রূপসা পল্লী বিদুৎ এজিএম এম এ হালিম খান, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এস এম এ মালেক,সাবেক সদস্য সচিব মিকাঈল বিশ্বাস।
ডোবা নবারুন সংঘের সভাপতি শ্যামল কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাগর কুমার দাসের পরিচালনায় বক্তৃতা করেন জেলা বিএনপি সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম,আছাফুর রহমান, জেলা তাঁতিদল সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র,যুগ্ম আহবায়ক হূমায়ূন কবীর,রয়েল আজম, সাবেক জেলা বিএনপি সদস্য আরিফ মোল্লা,বিএনপি চৌধুরী ফকরুল ইসলাম, সরদার আ: মান্নান,সাজ্জাদ হোসেন নান্টা,শরিফ নাঈমুল হক,মোল্যা বিল্লাল হোসেন,সোহাগ মুন্সী,বিএনপি নেতা মহিউদ্দীন মিন্টু, দিদারুল ইসলাম,আবু সাঈদ শেখ,সৈয়দ মাহমুদ আলী, তাফসিরুজ্জামান, মোঃ বাদশা গাজী,মুন্না সরদার, আবু সাঈদ,বনি আমিন সোহাগ,মাসুদ খান,খান আলিম হাসান,জহিরুল হক শারাদ,শাহ জামান প্রিন্স, এসএম আবু সাঈদ,খায়রুল আলম খোকন,রনি লস্কর, অরবিন্দু বুলুর ভ্রাতা নির্মলেন্দু মন্ডল,বিজয় মজুমদার, রমেশ চন্দ্র দাস,টিটো জমাদ্দার,সমাজসেবক শাহাজাদা আলমগীর, শান্তিরাম মল্লিক, পূর্নেন্দু মন্ডল,শান্তিরাম মন্ডল প্রমূখ।
রূপসা উপজেলা সহ পার্শ্ববর্তী অঞ্চল তেরোখাদা, ফকিরহাট,মোল্লারহাট,বটিয়াঘাটা এবং দিঘলিয়ার ফুটবল প্রেমী উপস্থিত ছিলেন।
ডোবা নবারুন সংঘ এবং তেরোখাদা ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ন এই খেলাটি নির্ধারিত সময়ে গোল শূন্য অবস্থায় ড্র হলে ট্রাইবেকরে নবারণ সংঘ জয় লাভ করে।