
মো: গোলাম রব্বানী-স্টাফ রিপোর্টার :
রূপসায় ৬ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় সালাম ব্যাপারী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এঘটনায় শিশুর নানা মুনসুর আলী বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেছে। মামলা নং-১৯,তাং-২৫/৭/২৫ইং। গ্রেফতারকৃত সালাম নন্দনপুর এলাকার ইসমাইল ব্যাপারীর ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, বাদী মুনসুর আলী শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর এলাকার ইটভাটা মালিক শাকিম জোমাদ্দার এর মুন ইট ভাটার বাসায় থাকিয়া লেবারের কাজ করে। আসামী মোঃ সালাম ব্যাপারীও উক্ত ভাটার বাসায় থাকিয়া লেবারের কাজ করে। বাদীর মেয়ে সাতক্ষীরা সদর উপজেলার পদ্ম শাকরা (ভোমরা) গ্রাম থেকে।
খুলনায় ডাক্তার দেখানোর জন্য তার মেয়ে ও নাতনি আসিলে সেখান হতে তারা বাদীর কাছে বেড়াতে আসে। গত ২৩ জুলাই বেলা অনুমান ২ টার সময় বাদীর স্ত্রী তার শিশু নাতনি (৬) কে নিয়ে নন্দনপুর এলাকার মুন ভাটার নদীর ঘাটে গোসল করতে যায়।
তখন আসামী সালাম ব্যাপারী উক্ত ঘাটে গোসল করিতেছিল। বাদীর স্ত্রীর গোসল করা শেষ হলে তার নাতনি আরো গোসল করিবে বলিয়া জানায়। তখন আসামী সালাম ব্যাপারী বলে আমি নাতনিকে গোসল শেষে ঘরে নিয়ে আসব। ঐ সময় নদীর ঘাটে আর অন্য কোন লোক ছিল না। তখন বাদীর স্ত্রী নাতনি কে আসামী সালাম এর নিকট রেখে চলে আসে।
আসামী সালাম ব্যাপারী শিশুটির শরীরের সাবান দেওয়ার কথা বলে জোর পূর্বক জড়িয়ে ধরে শিশুটির শরীরে সাবান দিতে থাকে এবং তাহার হীন কামনা লালসা চরিতার্থ করার জন্য শিশুটির পরনের প্যান্ট খুলিয়া জোর পূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। শিশুটি ডাকচিৎকার করিলে আসামী ভয়ে তাহাকে ছাড়িয়া দেয় এবং শিশুটি বাড়ীতে এসে কান্না করতে থাকে।
বাদীর পরিবার শিশুটির নিকট কান্নার কারণ জিজ্ঞাসা করলে শিশুটি ঘটনাটি জানায়। ধর্ষণের পর সে অসুস্থ হওয়ায় তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ওসিসিতে চিকিৎসার জন্য ভর্তি করে। এঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ ধর্ষককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।