
শেখ জায়েদ-মাদারীপুর :
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে প্রতিবাদ জানিয়ে মাদারীপুরের শিবচরের কাঠালবাড়ি ইউনিয়নে শনিবার (২৬ জুলাই) বিকেলে স্বেচ্ছাসেবক ও শ্রমিক দল বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।
বিক্ষোভ মিছিলটি কাঠালবাড়ি বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। মিছিল ও সভায় নেতৃত্ব দেন শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনজিল রহমান শিহাব, শ্রমিক দলের আহ্বায়ক প্রার্থী নাসির হাওলাদার ও সদস্য সচিব প্রার্থী সুমন ফকিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাস ছড়াচ্ছে এবং গণতন্ত্রকে বাধাগ্রস্থ করছে। গণতন্ত্র রক্ষায় বিএনপি যে আন্দোলন শুরু করেছে তা যেকোনো মূল্যে চালিয়ে যাবে।
বিক্ষোভ চলাকালে পুরো কাঠালবাড়ি এলাকা উত্তেজনায় মুখর ছিল। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। প্রশাসন স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।
উল্লেখ্য, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন এলাকায় কার্যক্রম বৃদ্ধি পেলে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।