
সাইমন :
রংপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সাংবাদিক মাটি মামুন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তথ্য সংগ্রহের সময় এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সাংবাদিক মাটি মামুন দৈনিক ঢাকা পত্রিকা’র রংপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত পরিচয়ের ৮-১০ জন অস্ত্রধারী সন্ত্রাসী হঠাৎ করেই তার ওপর অতর্কিত হামলা চালায়।
মাটি মামুন জানান, “আমি একটি সংবাদ কাভার করতে এসে অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ কয়েকজন সন্ত্রাসী আমার মাথায় কোপ মারে এবং লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পেটাতে থাকে। পরে তারা আমার ক্যামেরা ছিনিয়ে নেয়।”
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক ডা. তনায় জানান, “রোগীর অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয়েছে, রিপোর্ট আসলে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। হামলার বিষয়ে তদন্ত চলছে এবং দোষীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা ও মানবাধিকার সংগঠনগুলো।