
শরিফুল ইসলাম-কালিহাতী, টাঙ্গাইল :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা বাজারে কাঁচামালের আড়ালে দীর্ঘদিন ধরে চলে আসা মাদক ব্যবসার অবসান ঘটিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। এ সময় উদ্ধার করা হয় ১২ লিটার চোলাই মদ ও ১০ পিস ইয়াবা।
আটককৃতরা হলেন—উপজেলার বাড্ডা গ্রামের আ. হকের ছেলে ও বল্লা বাজারের কাঁচামাল ব্যবসায়ী জসিম, এবং আউলিয়াবাদ গ্রামের আইয়ুবের ছেলে খোকন।
কালিহাতী থানার এসআই রায়হানের নেতৃত্বে পুলিশের একটি দল বল্লা বাজারের একটি মাদক আড্ডায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানের সময়ই জসিম ও খোকনের কাছ থেকে বিপুল পরিমাণ চোলাই মদ ও ইয়াবা উদ্ধার করা হয়।
বল্লা বাজার শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বলেন, “জসিম দীর্ঘদিন ধরে কাঁচামালের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। এমন অভিযানে মাদক কারবারিদের গ্রেপ্তার করায় আমরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।”
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, “আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”
এ ঘটনায় এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন—মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হোক।