
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধায় ভূমিদস্যু ও সংখ্যালঘু নির্যাতনকারী জনৈক মইনুল মিয়ার বিরুদ্ধে ২৩ জুলাই বুধবার দুপুরে শহরের গানাসাস মার্কেটের সামনে এক প্রতিবাদ, পথসভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে গাইবান্ধা সদর উপজেলার পূর্ব-কোমরনই গোদারহাট এলাকাবাসী।
এসময় ভূমিদস্যু ঐ ময়নুল ও তার স্ত্রী গোলাপি বেগমের দায়ের করা কোর্টের মামলার বিরুদ্ধে বক্তব্য তুলে ধরে তাদের বিচার দাবি করেন গোদারহাট গ্রামের সমাজসেবক আব্দুল আজিজ, ভুক্তভোগী শ্রী কৃষ্ণ কুমার, শ্রী সনজিদ কুমার,আয়েশা খাতুন, শ্রীমতি সাগর রানী প্রমুখ।
মানববন্ধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খোলাহাটি ইউপি চেয়ারম্যান বলেন, তিনি বিষয়টি জানেন। অভিযুক্ত ময়নুল ও তার স্ত্রী গোলাপি বেগম তার প্রতিবেশী এইসব অসহায় মানুষগুলোর নামে বারবার অভিযোগ করছে, গালিগালাজ, ঝগড়া বিবাদ করছে বলেও জানান চেয়ারম্যান মাসুম হক্কানী।
অপরদিকে অভিযুক্ত ময়নুল ও তার স্ত্রী গোলাপি বেগমের কাছে বিস্তারিত জানতে চাইলে তারা মিডিয়ায় কোন কথা বলবেন না বলে জানান।