
নিজস্ব প্রতিবেদক :
২১ মিনিট ওড়া শেষে যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম বিমানবন্দরে ২৮৭ যাত্রী নিয়ে জরুরি অবতরণ করেছে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮।
তবে ফ্লাইটের যাত্রীরা নিরাপদে রয়েছেন। বিমানের ত্রুটি সারানোর কাজ চলছে।
বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮-এ যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। দুবাই থেকে আসা ফ্লাইটটি আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৭টা ১৫ মিনিটে ২৮৭ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে। তবে পৌঁছাতে পারেনি। এরপর যান্ত্রিক ত্রুটিজনিত কারণে ফ্লাইটটি পুনরায় ২১মিনিট পর এসে ৮টা ৫৮ মিনিটে চট্গ্রাম বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।