
নান্দাইল প্রতিনিধি :
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আবেদিন খান তুহিন সহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভুয়া প্রকল্প দেখিয়ে ২ কোটি ৮৭ লাখ ৮৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়। আজ মঙ্গলবার এ মামলাটি নথিভুক্ত হয়েছে।
মামলাটির বাদী হয়েছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বুলু মিয়া। জেলা কার্যালয়ের উপপরিচালক আজ বেলা ১১টার দিকে অভিযোগ পেয়ে দণ্ডবিধির বিভিন্ন ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি নথিভুক্ত করেন।
মামলাটিতে সাবেক এমপি আনোয়ারুল আবেদিন খান ছাড়াও অন্য অভিযুক্তরা হলেন, নান্দাইলের সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী, তৎকালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ বি এম সিরাজুল হক, খারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, আচারগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম (রেনু), জাহাঙ্গীরপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল (ওয়ানিছ), চণ্ডীপাশার সাবেক চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়া, সিংরইল ইউপির সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, মোয়জ্জেমপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, শেরপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া (মিল্টন), মুসুল্লী ইউপির সাবেক চেয়ারম্যান ইফতিকার উদ্দিন ভূঁইয়া, গাঙ্গাইল ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন, নান্দাইল ইউপির সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন (কাজল) ও বেতাগৈর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল হোসেন সরকার।
মামলার বাদী এজাহারে উল্লেখ করেছেন, অভিযুক্ত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ভুয়া প্রকল্প তৈরি করে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশে একে অপরের সহযোগিতায় অপরাধমূলক অসদাচারণের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করেছেন। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে তাঁরা রেকর্ডপত্র বানিয়ে ২০১৩-১৪ অর্থবছরে ১৩২টি ভুয়া প্রকল্প দেখিয়ে ৩৬৪ টন জিআর চাল, যার আর্থিক মূল্য ১ কোটি ২০ লাখ ৭৪ হাজার ৯৭২ টাকা এবং ২০১৪-১৫ অর্থবছরে ২২৮টি ভুয়া প্রকল্প দেখিয়ে ৪৭১ টন জিআর চাল, যার আর্থিক মূল্য ১ কোটি ৬৭ লাখ ১১ হাজার ৫৫১ টাকাসহ মোট ২ কোটি ৮৭ লাখ ৮৬ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
মামলার বাদী দুদকের সহকারী পরিচালক বুলু মিয়া বলেন, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন