
মোঃ আসমাউল হোসেন-কয়রা, খুলনা :
খুলনার কয়রা উপজেলার দক্ষিণ অঞ্চলের জায়গা জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকাল দশটার সময় জোড় সিং পাতাখালী গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জোড় সিং গ্রামের আব্দুর রাজ্জাক গাজীর ছেলে গোলাম রব্বানীর সঙ্গে এক ই এলাকায় মৃত্যু হাজরা গাজীর ছেলে আছের আলির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঔদিন সকালে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য গোলাম কিবরিয়া তার ভাই আবু সাহামা ও অন্যান্য কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু সেখানে উপস্থিত আছের আলীর অনুসারীরা তাদের উপরে হামলা চালায় এতে ইউপি সদস্য গোলাম কিবরিয়া তার ভাই আবু সাহামা মোরশেদ ও কবিরুল আহত হন।
আহত ইউপি সদস্য আরো দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে গোলাম রব্বানী ও তার পক্ষের কজন কেউ মারধর করা হয় বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে, আছের আলী দাবি করেন তারা আমাদের উপর হামলা করেছে। আমরা কাউকে মারিনি।
এ প্রসঙ্গে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম এমদাদুল হক বলেন,”ঘটনার বিষয় শুনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে”।