
জন জাগরণ ডেস্ক :
রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন জন জাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, নির্বাহী সম্পাদক, সহ সম্পাদক এবং সকল জেলা, উপজেলা সহ সমস্ত প্রতিনিধিবৃন্দ।
সোমবার (২১ জুলাই) ‘রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জন জাগরণ পত্রিকার পরিবারবর্গ। এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যদের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।’
জন জাগরণ পত্রিকার পরিবারবর্গ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার অনুরোধ জানিয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে ।’
বিমানটি সোমবার বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। এর পরপরই বিধ্বস্ত হয়।