
নিজস্ব প্রতিবেদক :
ক্লাস শেষে স্কুল ছুটির ঘণ্টা বেজেছিল। শ্রেণিকক্ষ থেকে বের হওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল ছাত্রছাত্রীরা। ঠিক সেই সময় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি ভবনের ওপর আছড়ে পড়ে। মুহূর্তেই চারপাশ ঢেকে যায় আগুন ও ধোঁয়ায়।
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বিধ্বস্তের ঘটনার এই ভয়াবহ বর্ণনা দেন প্রতিষ্ঠানটির এক শিক্ষক।
ওই শিক্ষক বলেন, ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে কেউ কোনো প্রতিক্রিয়া দেখাতে পারেনি। স্কুল ছুটির ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গেই ছাত্রছাত্রীরা লাইনে দাঁড়িয়েছিল, তখনই বিমানটি ভবনের ওপর ভেঙে পড়ে। মুহূর্তে আগুন ও ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়।
আজ সোমবার (২১ জুলাই) বেলা সোয়া ১টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত ও ১৭১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আজ বিকেল ৫টা ২৫ মিনিটে দেওয়া এক বিবৃতিতে এই তালিকা প্রকাশ করে আইএসপিআর।