
রায়হান শেখ :
বাগেরহাটের চিতলমারীতে স্যালো চালিত ভ্রাম্যমান ধান ভাঙা মেশিনে কাপড় জড়িয়ে এক বিধবা মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার(২১জুলাই) উপজেলার শিবপুর ইউনিয়নের কলিগাতী দক্ষিণ পাড়া গ্রামে সকাল ১০-৩০ মিনিটের সময় এঘটনা ঘটেছে।
সরেজমিনে শিবপুর ইউপি চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল খলিফা জানান, তার প্রতিবেশী কলিগাতী গ্রামের মৃত: মোশারেফ খলিফার স্ত্রী নাজমা বেগম (৪৮) সকাল আনুমানিক ১০টার সময় পার্শ্ববর্তী শামীম মোল্লার বাড়ীতে জান।
এ সময় শামীম মোল্লার স্ত্রী স্যালো চালিত ভ্রাম্যমান ধান ভাঙা মেশিনে ধান ভাঙ্গাতে ছিলেন। তাকে সাহায্য করতে নাজমা বেগম ধান তুলে হলারে দিতে গিয়ে পরনের কাপড়ের আচল ও মাথার চুল মেশিনে জড়িয়ে যায়।
এ সময় মাথার খুলি ফেটে মুহুর্তেই মৃত্যুবরণ করেন। তাকে দ্রত চিতলমারী স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। মেশিনটি স্থানীয় আব্দুল আলী শেখ এর ছেলে নুর ইসলাম শেখ পরিচালনা করছিলেন বলে জানা গেছে। বর্তমান তিনি পলাতক রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছিলেন।