
মোঃ গোলাম রব্বানী-স্টাফ রিপোর্টার :
২০২৪ এর শহীদ যোদ্ধাদের স্মরণে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ।
২০ জুলাই কেন্দ্রীয় নেতার আগমনকে সফল করার লক্ষ্যে নৈহাটি ইউনিয়ন বিএনপি’র প্রস্তুতি সভা ১৯ জুলাই রাতে রূপসা কলেজ সংলগ্ন নৈহাটি ইউনিয়ন বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান।
নৈহাটি ইউনিয়ান বিএনপি’র সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক সদস্য সচিব মোঃ দিদারুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ রবিউল ইসলাম রবি, মোঃ রয়েল আজম, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির শেখ, রূপসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান বিপ্লব,যুগ্ন আহবায়ক খুলনা জেলা তাঁতি দল সাইফুল ইসলাম রিমন, খুলনা জেলা মহিলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক মনিরা বেগম,রূপসা উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ শাহ আলম ভূঁইয়া।
এ সময় বক্তৃতা করেন রূপসা উপজেলা বিএনপি’র সদস্য আমিনুল ইসলাম তারেক, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সোহাগ সিকদার, নবগঠিত নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য সাবেক ইউপি সদস্য সাজ্জাদ সরদার, রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস গাজী,সাংগঠনিক সম্পাদক ফরহাদ হাওলাদার, রূপসা উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক রহিমা আক্তার নয়ন, রূপসা উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাদিরা সুলতানা, প্রচার সম্পাদক শিল্পী বেগম, নৈহিটি ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য মোঃ হালিম মোড়ল , শেখ অন্তর হোসেন মাসুম,সাইফুল ইসলাম তুহিন, নিজাম উদ্দিন টিটু, মাহফুজুর রহমান, বাবু মোল্লা, মোঃ জাহাঙ্গীর হোসেন বাবু, সাইফুল ইসলাম অফছার, সেলিম শেখ, মাসুম সরদার, নৈহাটি ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ সেলিম সরদার,মো: গোলাম রব্বানী রূপসা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম।
অনুষ্ঠানে বক্তারা বিএনপিকে নিয়ে যে কোন ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করেন। আগামী নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ বিজয়ী করার জন্য সকলকে একযোগে কাজ করার মত পোষণ করেন। এছাড়া আগামী ২০ জুলাই দিনব্যাপী কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক, রূপসার মাটির সন্তান, জননেতা আজিজুল বারী হেলালের সকল প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার জন্য বিশেষ প্রস্তুতি গ্রহণ করার উদ্যোগ নেয়।