
রায়হান শেখ-মোল্লাহাট :
বাগেরহাটের মোল্লাহাট উপজেলা বিএনপির কর্মী সম্মেলন ১৬ জুলাই বুধবার অনুষ্ঠিত হয়।সম্মেলনে ৪৯৭ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি নিযুক্ত হন শেখ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক নিযুক্ত হন সিকদার হারুন আল রশিদ, সাংগঠনিক সম্পাদক হন যথাক্রমে মোহাম্মদ আরিফুল মুন্সী ও মোহাম্মদ ওসিকার।
কর্মী সম্মেলন শেষে কর্মী সমাপনী বক্তব্যে বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ মোল্লাহাট উপজেলা বিএনপি’র ঐক্যের ডাক দেন।মোল্লাহাটে বিএনপির রাজনৈতিক অঙ্গনে এক অবিসংবাদিত নেতা চৌধুরী সেলিম আহম্মেদ। রাজনৈতিক শিষ্টাচার যার প্রতিটি শিরায় শিরায় বইছে।
সমস্ত বিভেদ ভুলে ঐক্যবদ্ধ মোল্লাহাট উপজেলা বিএনপি গড়তে সবার প্রতি আহ্বান জানান। আন্দোলন, সংগ্রামে প্রতিটি ক্ষেত্রে কাঁধে কাধ মিলিয়ে একসাথে কাজ করার প্রত্যাশা পুন:ব্যক্ত করেন।