
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। বৃহস্পতিবার বিকেলে শহর ও সদর উপজেলা জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য দেন জেলা আমীর মো. আব্দুল করিম সরকার, সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, শহর আমীর অধ্যাপক ফেরদৌস আলম, রোকনুজ্জামান, ওবায়দুল ইসলাম, আবু হাসান ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
নেতারা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে আওয়ামী ছাত্রসংগঠন ফের ফ্যাসিবাদের চর্চা শুরু করেছে। তারা এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং দেশের গণতন্ত্র রক্ষায় সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।