
নীলফামারী প্রতিনিধি :
বাংলাভিশনের নীলফামারী প্রতিনিধি ও নীলফামারী প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য নুর আলম সিদ্দিকী দুলালের উপর দিনে দুপুরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুর ১২ ঘটিকার সময় শহরের কালেক্টেট পাবলিক স্কুল এন্ড কলেজের সামনে।
আহত সাংবাদিক নূর আলম সিদ্দিকী বলেন, আমি আমার পেশাগত কাজে নিজ মোটর সাইকেল যোগে শহরের আশা কমিউনিটি সেন্টার সংলগ্ন নীলসাগর হাউসে যাওয়ার পথিমধ্যে কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ এর সামনে পৌঁছা মাত্রই পূর্ব পরিকল্পিত ভাবে সোহেল রানার নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল আমার গতিপথ রোধ করে হত্যার উদ্দেশ্যে অতর্কিত ভাবে আমার উপর হামলা চালায়। আমি কোন কিছু বুঝে উঠার পূর্বেই তাহারা সকলেই আমাকে অশ্লিল ভাষায় গালিগালাজ করে এবং এলোপাতাড়ি ভাবে মারধর করতে থাকে।
আমার চিৎকার স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। লোকজন আমাকে আহত অবস্থায় উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
এদিকে প্রকাশ্য দিবালোকে সাংবাদিক কে মারধরের ঘটনায় নীলফামারী জেলার সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন নীলফামারীর সাংবাদিক নেতারা।