
মোঃ রাজিউর রহমান-ভোলা :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা স্বৈরাচার হাসিনাকে হটিয়েছি, বাংলার মাটিতে আর কোনো নব্য স্বৈরাচারের স্থান হবে না।”
তিনি বলেন, “আমরা ইনসাফের বাংলাদেশ গড়বো—যেখানে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না মানুষের মধ্যে ভেদাভেদ। চাঁদাবাজ, ধর্ষক, লুটেরা—এই অপশক্তির কোনো স্থান আমরা রাখবো না। আমরা চাই একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ।”
মঙ্গলবার বিকেল ৪টায় ভোলা শহরের প্রেসক্লাব চত্বরে আয়োজিত এনসিপির জুলাই পদযাত্রার চলমান সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “ভোলা গ্যাসের শহর, অথচ এখানকার জনগণ বঞ্চিত। দেশের বিভিন্ন প্রান্তে গ্যাস সরবরাহ করা হলেও ভোলাবাসী বঞ্চিত থেকে গেছে। ভোলার জনগণের সাথে এই বৈষম্য আমরা আর বরদাস্ত করবো না।”
জুলাই বিপ্লবে দ্বীপ জেলা ভোলার অবদান স্মরণ করে তিনি বলেন, “কোনো একক জেলা হিসেবে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন ভোলায়—৫৭ জন শহীদের রক্তের ঋণ আছে এ মাটিতে। আজ আমরা এসেছি ভোলাবাসীকে আপন করে নিতে। জাতীয় নাগরিক পার্টি ভোলাবাসীর পাশে থাকবে। ভোলার মানুষের সঙ্গে আর কোনো বৈষম্য হবে না।”
এনসিপি নেতা বলেন, “স্বৈরাচার হাসিনাকে আমরা বিদায় করেছি। বাংলার মাটিতে আর কোনো স্বৈরাচার, নিপীড়ক, দমন-পীড়নের শাসন টিকতে দেওয়া হবে না। প্রতিবাদের কেন্দ্রভূমি হবে ভোলা। যারা জুলাই-আগস্টের আন্দোলনে বুকের রক্ত দিয়েছে, সেই বীর ভোলাবাসী চাঁদাবাজ, ধর্ষক, দুর্নীতিবাজদের স্থান দেবে না।”
ভোলার স্বাস্থ্যব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “ভোলার স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ভীষণ নাজুক। জেলা হাসপাতালটি কার্যত অচল। যোগাযোগ ব্যবস্থাও পিছিয়ে আছে। জাতীয় নাগরিক পার্টি প্রতিশ্রুতি দিচ্ছে—ভোলাকে একটি উন্নত ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলা হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন ভোলা জেলা এনসিপির আহ্বায়ক মেহেদী হাসান শরীফ এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন—
মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম
মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ
সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন
সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা
যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান
যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আক্তার মিতু
যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন
জাতীয় সমন্বয় কমিটির সদস্য আবুল হাসনাত হাসনাইন
ভোলা জেলা সদস্য সচিব আখতার হোসেন
জেলা সমন্বয়কারী ইয়াসির আরাফাত
ভোলা জেলার ৭টি উপজেলার বিপুল সংখ্যক নেতা-কর্মী উক্ত সমাবেশে অংশগ্রহণ করেন।
এর আগে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ কালীনাথ রায়ের বাজার এলাকা থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা শুরু করে প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হন।