
মোঃ আবু সালেক ভূইয়া :
১৪ জুলাই ২০২৫ ইং রোজ সোমবার বিকাল ৪ ঘটিকায় গাজীপুর মহানগর জাতীয় পার্টির উদ্দোগে শহরের চান্দনা চৌরাস্তা আলহাজ্ব আইনউদ্দিন সরকার মাদ্রাসা হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহবায়ক শরিফুল ইসলাম শরীফের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ মাসুদুল আলম টিটুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফারুকুল ইসলাম প্রধান, অ্যাডভোকেট মোস্তফা জামান, মোঃ আলফাজ উদ্দিন এম এ, হারুন অর রশিদ, জহিরুল ইসলাম সরকার, ফয়েজ মুন্না,আশরাফুল ইসলাম আলম, নাজিম হাসান, আলমগীর রেজা, আমান উল্লাহ,ওমর ফারুক, ,আমিন সরকার, সাইফুল সরকার, ইন্তাজ সরকার, আবদুল করিম, ইয়াজ সরকার,আবদুল মালেক, সফিকুল ইসলাম , রফিকুল ইসলাম, এস এম সোলায়মান, আবদুল হামিদ রানা সানোয়ার হোসেন, প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোঃ শরীফুল ইসলাম শরীফ বলেন ১৯৮২ সালে দেশ যখন দুর্নীতিতে নিমজ্জিত সেই সময় সাবেক সেনাপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ এর নিকট ক্ষমতা হস্তান্তর করেন বিচারপতি আব্দুস সাত্তার।
হোসেইন মোহাম্মদ এরশাদ নয় বছর রাষ্ট্র ক্ষমতা থাকাকালীন শুক্রবার সরকারি ছুটি রাষ্ট্রধর্ম ইসলাম মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল মওকুফ হাজার হাজার রাস্তাঘাট কালবাট ব্রিজ সহ স্থাপনা উন্নয়ন করেন হোসেইন মুহাম্মদ এরশাদ এই গাজীপুরে কোনাবাড়ি বিসিক শিল্পনগরী সহ হাজার হাজার গার্মেন্টস কল কারখানা প্রতিষ্ঠা করেন যার মাধ্যমে সারা দেশের লক্ষ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয় হোসেইন মোহাম্মদ এরশাদ হাইকোর্টের বিভাগীয় শহরে স্থাপন করেন যদিও পরবর্তীতে তা বাতিল করা হয় উপজেলার মাধ্যমে স্বাস্থ্য বিচার ব্যবস্থা জনগণের দোরগোড়ায় পৌঁছান।
পরে তার রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।