
সাইমন :
সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “যারা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেন, তারা গণতন্ত্রের শত্রু।”
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে “ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার” এবং সম্প্রতি মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালিত হয়।
মির্জা ফখরুল বলেন, “যারা আজকে তারেক রহমানের বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু, যারা দেশের বিরুদ্ধে বলে তারাও গণতন্ত্রের শত্রু। তারা দেশের মানুষের বিরুদ্ধেও কথা বলে।”
তিনি আরও বলেন, “আসুন, আজকের এই শান্তিপূর্ণ র্যালির মধ্য দিয়ে আমরা সবাইকে জানিয়ে দিতে চাই—গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপস নেই।”
তারেক রহমান সম্পর্কে ‘অশ্লীল-অশ্রাব্য’ বক্তব্য দেওয়ায় তীব্র নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমি ধিক্কার জানাচ্ছি সেই তথাকথিত রাজনৈতিক নেতাদের যারা তারেক রহমান সম্পর্কে অশ্লীল কথা বলেছেন। তবে আমাদের ভাষা হবে শালীন। অন্যরা অশ্রাব্য ভাষায় বললেও আমরা তা বলব না। কারণ, এতে আমাদের মান ছোট হয় না—ছোট হয় তারা, যারা এসব বলে।”
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা।