
সাইমন :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “ সরকার বারবার স্পষ্ট করেছে—মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাশত করে না।”
তিনি আরও বলেন, সম্প্রতি যেসব ঘটনা ঘটেছে, তার সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। বরং সরকার প্রতিটি ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। “গত তিন-চার মাসে যেখানেই মব জাস্টিসের খবর পেয়েছি, সেখানেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো আসামি পার পাবে না,”—জানান তিনি।
শনিবার (১২ জুলাই) দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ১২টি ইউনিয়নে এক লাখ গাছের চারা রোপণের কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
মধুমতি মডেল টাউনের প্রসঙ্গ
রিজওয়ানা হাসান বলেন, “ডিজিএমই ভবন অনেক দিন ধরে দাঁড়িয়ে ছিল। আদালতের রায়ের পরও তা উচ্ছেদে সময় লেগেছে। কিন্তু আদালত যেটাকে অবৈধ ঘোষণা করেছে, সেটাই অবৈধ। একে বৈধ করার সুযোগ নেই।”
তিনি জানান, গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউক মধুমতি মডেল টাউন নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে। খাল ও নদী দখল-দূষণ
তিনি বলেন, “আমাদের সময় অল্প, তবে আমরা ঢাকার ২০টি খাল ও তুরাগ নদী নিয়ে কাজ শুরু করেছি। অর্থায়ন সংগ্রহ করছি।”
নোয়াখালীর কর্ণপাড়া খালের কথা উল্লেখ করে তিনি জানান, “এটি দখলমুক্ত করার তালিকায় আছে। তবে সব খাল নিয়ে একসঙ্গে কাজ শুরু করা সম্ভব না। ধাপে ধাপে কাজ শুরু করা হবে।”
চট্টগ্রাম ও সাভারের কিছু খাল নিয়েও কাজ শিগগির শুরু হবে বলে জানান তিনি।
সাভারের ইটভাটা দূষণ
সাভারের অবৈধ ইটভাটা বন্ধে অভিযান সম্পর্কে উপদেষ্টা বলেন, “১১ মাসে যতটুকু সম্ভব, তার চেয়েও বেশি কাজ করেছি। সাভারের সব ইটভাটার তালিকা নিয়ে বসেছি।”
তিনি জানান, বেশিরভাগ ইটভাটার লাইসেন্স জুন-জুলাই-আগস্টেই শেষ হয়ে যাবে। হাতে গোনা মাত্র ৬-৮টি ইটভাটার লাইসেন্স জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ থাকবে।
“রিনিউ করার কোনো সুযোগ দেখছি না। সেগুলোর বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব,”—বলেন তিনি।