
মোঃ মাহবুবুর রহমান সোহেল :
শুক্রবার (১১ জুলাই) বিকেলে ফরিদপুর-২ (সালথা) আসন থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম সালথা সদরের সাহাপাড়া এলাকায় বিএনপি কর্মী সমীর সাহার মায়ের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন:
“দেশে একটি অন্তবর্তীকালীন সরকার রয়েছে। তারা সুন্দর একটি ভোটের ব্যবস্থা করছে এবং ইতোমধ্যে নির্বাচনের রূপরেখা ও প্রধান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন।”
তিনি আরও বলেন, “আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগনের পক্ষে কাজ করতে হবে। দলের কোনো নেতা বা কর্মী যদি অন্যায় কাজে জড়িত হন, তাহলে কোনো ছাড় দেওয়া হবে না। নিজের অসঙ্গত আচরণের দায়ভার নিজেকেই নিতে হবে—দল কোনোভাবে দায়ভার নেবে না। অন্যায়ের কোনও প্রশ্রয় দেওয়া হবে না। আমার বাবা মরহুম কেএম ওবায়দুর, আমিও—কেউই এমন অন্যায়কে প্রশ্রয় দেইনি, না আমাদের নেতা তারেক রহমান দেয়, না বিএনপি কখনও প্রশ্রয় দেয়, ভবিষ্যতেও দেবে না। এজন্য সতর্ক হয়ে কাজ করুন।”
শালথা উপজেলার বিকাশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে শামা ওবায়েদ বলেন, “সালথায় উন্নয়নের কাজ হতে হবে। এখানে ভালো কলেজ নেই, মানসম্মত চিকিৎসা সেবা নেই, শিল্প প্রতিষ্ঠান নেই। এসবের ব্যবস্থা না হলে সালথা পিছিয়ে যাবে। দলের মধ্যে গ্রুপিং বা গোষ্ঠীবাদ ঠিক নয়—যারা এমন করে, তারা দেশ থেকে ‘পালিয়ে’ যাবে, দল নয়।”
শেখানো-নির্দেশনা দিয়েছেন, “সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোনো বিকল্প নেই।”
এই সময় উপস্থিত ছিলেন:
সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার
সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর
সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ
সাবেক ভাইস-চেয়ারম্যান ও বিএনপি নেতা আছাদ মাতুব্বর
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন
এ্যাডভোকেট লাভলু
দপ্তর সম্পাদক আবুল বাসার মাষ্টার
যুবদল নেতা এনায়েত হোসেন
ছাত্রদল নেতা রাজ
ও সেইসঙ্গে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সংক্ষেপে মূল বক্তব্য
কেউ অন্যায় করলে দল একহাত বাড়বে না, নিজেই দায়ভার নেবে।
সালথায় শিক্ষা, স্বাস্থ্য ও শিল্প প্রতিষ্ঠান স্থাপনের উন্নয়ন নিশ্চিত করা হবে।
গ্রুপিং নয়, দল ও দেশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।