
মোঃ আসমাউল হোসেন :
খুলনার কয়রা সেতু (চাঁদ আলী ব্রিজ) এর টোল সম্পূর্ণরূপে অবমুক্ত করার দাবিতে মানববন্ধন হয়েছে।
শুক্রবার, ১১ জুলাই বিকাল ৪ টার সময় কয়রা সেতুর উপর উপজেলা সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জানান সেতু দিয়ে কয়রা উপকূলীয় অঞ্চলের সাধারণ ও নিম্ন আয়ের মানুষ চলাচল করে। এ সময় চলাচল করা সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া এক ধরনের চাঁদাবাজি ছাড়া আর কিছু না। সেতু নির্মাণের খরচ সরকার বহু আগেই আদায় করে নিয়েছে। এখন জনগণের উপর বোঝা চাপিয়ে দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক।
এ কারণে সম্পূর্ণরূপে টোল অবমুক্ত করার দাবি জানান। এই মানববন্ধনে বক্তৃতা করেন উপকূল সংরক্ষণ আন্দোলনের আহ্বায়ক জি এম আনোয়ার হোসেন, ইউপি সদস্য আবু হাসান, কয়রা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, কয়রা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সামিউল ইসলাম, কয়রা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আব্দুল্লাহ আল গালিব, ছাত্রনেতা মেহেদী হাসান সবুজ, ছাত্রদলের সদস্য সচিব মাহমুদ হাসান ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিল্লাল হোসেন, কয়রা ব্লাড ব্যাংক সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক এমদাদুল হক টিটু ও মুখপাত্র আশিকুল ইসলাম প্রমুখ।