
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
আশির দশকের রেকর্ড ভাংলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৫ ইং।
শুক্রবার ১১ জুলাই বিকাল ৪ ঘটিকার সময় গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠে গাইবান্ধায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এই সময় নতুন ইতিহাস গড়লেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ। দুপুর থেকে ট্রেনে, বাসে, ভ্যানে, রিক্সা সহ বিভিন্ন মোটরযান বাহনে ফুটবল প্রেমীদের ঢ্ল নামে গাইবান্ধা স্টেডিয়ামে। খেলা শুরু হওয়ার আগেই প্রায় ৫০ হাজার দর্শকে স্টেডিয়াম পূর্ণ হয়ে যায়। খেলোয়াড়দের নৈপূন্য দর্শকদের মন কেড়ে নেয়।
এতো আয়োজনের পিছনে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক একেএম হেদায়তুল ইসলাম এবং দক্ষ ক্রীড়া সংগঠক শহীদুজ্জামান শহীদ সহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এই টুর্নামেন্ট সফল হয়েছে।
স্মরণ কালের এই খেলায় চমৎকার খেলেছে দুই দল কিন্তু গোবিন্দগঞ্জ দল ট্রাইবেকারে ৪-৩ গোলে গাইবান্ধা পৌরসভা কে হারিয়ে চ্যাম্পিয় হয়েছে।