
মোঃ মাহবুবুর রহমান সোহেল :
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বড় গোবিন্দপুর এলাকার একটি গভীর জঙ্গল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লা.শ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েকজন গ্রামবাসী পাশের জঙ্গলে গরু খুঁজতে গিয়ে ঝোপঝাড়ের মধ্যে একটি পচন ধ0রা লা.শ দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি থানায় জানানো হলে শ্রীপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের নেতৃত্বে ছিলেন শ্রীপুর থানার এসআই [নাম উল্লেখ করা যেতে পারে যদি জানা থাকে]। পুলিশ সদস্যরা স্থানীয় জনসাধারণের সহায়তায় ঘন জঙ্গল পরিষ্কার করে লা.শটি উদ্ধার করে থানায় নিয়ে যান। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে লা.শটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে এটি ৩৫-৪০ বছর বয়সী এক পুরুষের দে.হ। শরীরে পচন ধরায় সঠিক চেহারা বোঝা যাচ্ছে না। তার শরীরে কোনো আ.ঘাতের চিহ্ন আছে কি না, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লা.শটি উদ্ধার করেছি। এটি কোনো হ.ত্যা না স্বাভাবিক মৃত্যু, তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।” এদিকে, এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই এটি পরিকল্পিত হ.ত্যা বলে সন্দেহ করছেন। পুলিশ ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং পরিচয় শনাক্তের জন্য আশপাশের থানাগুলোতে তথ্য পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বড় গোবিন্দপুর এলাকার জঙ্গলটি বেশ নির্জন ও দুর্গম হওয়ায় সেখানে অনেক সময় অপরাধীরা গা ঢাকা দেয় বা অপরাধ সংঘটিত করে বলে এলাকাবাসীরা দাবি করছেন।