
শেখ জায়েদ-মাদারীপুর :
মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচ্চর বাজার থেকে বাহাদুরপুর পর্যন্ত সড়কের নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এলজিইডি অনুমোদিত সিসি রাস্তা ১৮ ফুট চওড়া হওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক জায়গায় তা ১৪ থেকে ১৭ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কোথাও ১৪ ফুট, কোথাও ১৫ বা ১৬ ফুট করে নির্মাণ কাজ করা হয়েছে, যা প্রকল্পের নকশা অনুযায়ী নয়। কোথাও আবার রাস্তার প্রয়োজনীয় মাটি ভরাট ও ভিত্তি শক্ত করার বদলে সরাসরি কংক্রিট ঢালাই দেওয়া হয়েছে। এর ফলে ইতোমধ্যে বেশ কয়েকটি স্থানে ফাটল ও ক্ষয় দেখা দিয়েছে।
সবচেয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মোড়ে। দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় সেখানে জলাবদ্ধতা লেগেই আছে। বর্ষা মৌসুমে এই জলাবদ্ধতা আরও প্রকট আকার ধারণ করে, ফলে শিক্ষার্থীসহ এলাকাবাসীর চলাচলে ভোগান্তির শেষ থাকে না।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “১৮ ফুট বরাদ্দ থাকলেও আমাদের রাস্তা কোথাও ১৪, কোথাও ১৫ ফুট। কোথায় গেলো বাকি টাকার হিসাব?”
ভুক্তভোগীদের বক্তব্য, সঠিকভাবে তদারকি না থাকায় ও নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে সড়কের এমন দুরবস্থা। তারা দ্রুত বিষয়টির তদন্ত ও সংশোধনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।