
জামাল কাড়াল-বরিশাল :
বরিশাল মেট্রোপলিটন বিএমপি’র রূপাতলীস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে বিএমপি’তে সদ্য যোগদানকৃত কনস্টেবল ব্যাচ/১৪ এর ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়।
বুধবার ০৯ জুলাই বেলা ৯টায় কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি’র কমিশনার মোঃ শফিকুল ইসলাম ।
এ সময় তিনি বিএমপি’তে সদ্য যোগদানকৃত পুলিশ সদস্যদের সার্বিক শৃঙ্খলা, পেশাদারিত্ব ও ড্রেসরুলস মেনে চলতে নির্দেশন প্রদান করেন।
এ ছাড়াও তিনি খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব , স্বাস্থ্য বিধি মেনে চলা, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে পুলিশ সদস্যদের কে বিধি-নিষেধ মেনে চলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার( সদর দপ্তর/ উত্তর/ডিবি) সুশান্ত সরকার, পিপিএম সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।