
তারেক আল-আমিন-ভাণ্ডারিয়া প্রতিনিধি :
৮/৭/২০২৫ রোজ মঙ্গলবার ভাণ্ডারিয়া পৌর অডিটোরিয়ামে পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম, বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল কবির লাবু, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব, গাজি ওয়াহিদুজ্জামান লাবলু, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন।
সম্মেলন উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
সভাপতিত্ব করেন ভাণ্ডারিয়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার।
উপস্থিত ছিলেন সম্মেলন সমন্বয় কমিটির প্রতিনিধি জনাব আঃ ছালাম, পিরোজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা যুবদলের নেতৃবৃন্দ,জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনির হোসেন আকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, যুগ্ম আহ্বায়ক বাচ্চু সিকদার, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বিপ্লব সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয়ী করতে দলের পক্ষে সকল নেতাকর্মীকে কাজ করতে নির্দেশ দেন।