
শরিফুল ইসলাম :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১০ জুলাই কোকডহরা ইউনিয়নে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) জননেতা বেনজির আহমেদ টিটুর আগমন উপলক্ষে কোকডহরা ইউনিয়ন যুবদলের ১নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন মোল্লা।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ হাসমত আলী রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন, কোকডহরা ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ সরকার এবং সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক।
সভায় বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার প্রস্তাব দেশের ভবিষ্যৎ গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে যুবদলের প্রতিটি স্তর থেকে কার্যকর প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ আগামী ১০ জুলাইয়ের কর্মসূচিকে সফল করার আহ্বান জানান এবং ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন