
মোঃ গোলাম রব্বানী-স্টাফ রিপোর্টার :
খুলনা জেলা পুলিশের জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ৮জুলাই জেলা পুলিশের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনার পুলিশ সুপার জনাব টি, এম, মোশাররফ হোসেন।
মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা করেন এবং সকল থানার অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে থানা এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশ প্রদান করেন।
জুন/২০২৫ মাসের কর্মদক্ষতা মূল্যায়নে প্রথম সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ, পিপিএম, পুলিশ পরিদর্শক (নিঃ) পাইকগাছা থানা, দ্বিতীয় সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, পুলিশ পরিদর্শক (নিঃ) কয়রা থানা।
গ্রেফতারি পরোয়ানা তামিলের টার্গেট সম্পন্নকারী শ্রেষ্ঠ অফিসার কয়রা থানার এএসআই (নিঃ) মোঃ আব্দুস সামাদ, খুলনাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান এবং জন নিরাপত্তা বিধানসহ আইন-শৃঙ্খলা রক্ষায় সাফল্য অর্জনের স্বীকৃতি স্বরুপ সম্মাননা স্মারক এবং নগদ অর্থ প্রদানের মাধ্যমে পুরষ্কৃত করা হয়।
এ সময় খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মোঃ মফিজুর রহমান, সি-সার্কেল, খুলনার বদলিজনিত বিদায় সংবর্ধনা এবং দুইজন পিআরএল গমনকারী পুলিশ সদস্যদের বিদায়ী সংবর্ধনা প্রদান করেন পুলিশ সুপার খুলন ।