
নিজস্ব প্রতিবেদক :
০৮ জুলাই-২০২৫ তারিখ সকাল ১০ ঘটিকায় পুলিশ লাইন্স সভাকক্ষে জেলায় সদ্য যোগদানকৃত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের ০৫ (পাঁচ) দিন মেয়াদী ব্যবহারিক/ওরিয়েন্টেশন প্রশিক্ষণ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জনাব মোঃ মিজানুর রহমান, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়।

উক্ত ব্যবহারিক/ওরিয়েন্টেশন প্রশিক্ষণ পর্বে সেবা প্রত্যাশী ও জনসাধারণের সাথে পেশাগত আচরণ, আত্মনিয়ন্ত্রণ, কায়িক প্রশিক্ষণ, আইন ও বিধিবিধান, অস্ত্রচালনা, মানবাধিকার, জনসেবামূলক আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, নবনিযুক্ত টিআরসি সদস্যরা বাংলাদেশ পুলিশের ভবিষ্যৎ। তাদেরকে শৃঙ্খলা, কর্তব্যপরায়ণতা ও পেশাগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে একজন আদর্শ পুলিশ সদস্যে পরিণত হতে হবে। ব্যবহারিক প্রশিক্ষণ সে লক্ষ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, দেশের জনগণের আস্থা অর্জন করতে হলে পেশাদারিত্ব, মানবিকতা এবং আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। নবীন সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার মহোদয় সৎ ও নিষ্ঠাবান হয়ে দেশ ও মানুষের সেবা করার আহ্বান জানান। পরে মাননীয় পুলিশ সুপার মহোদয় সদ্য যোগদানকৃত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদেরকে ফুলের শুভেচ্ছা জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), ডিআইও(১), ডিএসবি, আরআই,পুলিশ লাইন্স, কুষ্টিয়াসহ কোর্সের প্রশিক্ষক এবং প্রশিক্ষনার্থীবৃন্দ।