
মোঃ মাহবুবুর রহমান সোহেল :
চাঁদা দাবী, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি-আদর্শ ও সংহতির পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগর বিএনপি ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বহিষ্কৃতরা হলেন—গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল হালিম মোল্লা, মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন) এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী।
দলীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দলবিরোধী কার্যকলাপ, চাঁদা আদায়সহ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগ যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে দল থেকে বহিষ্কারের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
বহিষ্কারের ফলে তারা বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন বলে দলীয় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিএনপির এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, “দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবং দলের স্বচ্ছতা ও নৈতিক অবস্থান ধরে রাখতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলের কেউই নীতিমালা ও আদর্শের ঊর্ধ্বে নয়।”
এদিকে, বহিষ্কৃত নেতাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দলীয় সিদ্ধান্তের ফলে গাজীপুর মহানগর বিএনপিতে নতুন করে উত্তাপ সৃষ্টি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।