
অর্জুন কুমার শীল-নোয়াখালী :
নোয়াখালীতে সনাতন ধরবাাবলম্বীদের অন্যতমীয় ধর্মীয় অনুষ্ঠান দেবের রথযাত্রা পালিত।
সনাতন ধর্মাবলম্বীদের রীতি অনুযায়ী প্রতি বছরের ন্যায় এবারও আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। সাতাইশে জুন বিকেল তিনটায় সময় নোয়াখালী মাইতি দেবালয় থেকে একটি শোভাযাত্রা বের হয় শহরের গুপ্তাঙ্ক কালী মন্দির প্রাঙ্গণে শেষ হয়।
নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে আটদিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার মৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠান মালায় রয়েছে হরিনাম সংকীর্তন গীতা যজ্ঞ মহাপ্রসাদ বিতরণ আলোচনা সভা ভাগবত পাঠ ও সাংস্কৃতিকঅনুষ্ঠান আজ পাঁচই জুলাই জগন্নাথ দেবের উল্টো রথের বন্যার্ত শোভাযাত্রা র মধ্য দিয়ে শেষ হয় এই উৎসব।