
সাইমন :
ফেনীর দাগন ভূঁইয়ার কৃতি সন্তান মরহুম আব্দুল আজিজ এর অষ্টম মৃত্যুবার্ষিকীতে আব্দুল আজিজ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (৪ জুলাই) বিকেলে রাজধানীর মতিঝিলের মেট্রোরেল স্টেশন সংলগ্ন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ সময় আব্দুল আজিজ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মঞ্জুরুল আলম টিপুর সভাপতিত্বে দাগনভূঁইয়া ব্লাড ডোনেশন সোসাইটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের পরিচালনায় স্মরণসভা ও দোয়া মাহফিলের এই আলোচনা সভায় স্মৃতিচারণ করেন নোপেল সংযোগের প্রধান সমন্বয়কারী নাসির উদ্দীন মাশুক, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা এম এ রব, লায়ন মোহাম্মদ হাশেম, সিনিয়র আইনজীবী রুহুল আমিন, মনিরুল ইসলাম মনির, এডভোকেট মোশাররফ হোসেন বাদল, তরুণ সংঘের সাবেক সভাপতি নুর শাহ আজাদ, বিপ্লবী কবি কুতুব উদ্দিন, স্বপ্নীল এর ধর্ম বিষয়ক সম্পাদক রহিম ফরাজি, স্বপ্নীল ঢাকা মহানগরের সমন্বয়ক এডভোকেট আশরাফ পারভেজ, সংগঠক মঞ্জুর আলী, মরহুমের দৌহিত্র মুসতারিফ আনাম ওহী, মরহুমের ছোট ছেলে মঞ্জুরুল ইসলাম সুমন, বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম সাইফুল, বিশিষ্ট ব্যাবসায়ী শরিফ খান, মোহাম্মদ ইসমাইল নাসির প্রমুখ।
আলোচনা সভা শেষে ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফকিরাপুল জামে মসজিদের ইমাম মামুনুর রশীদ। এসময় কোরানের পাখিদের উপস্থিতিতে আব্দুল আজিজ ফাউন্ডেশনের পক্ষ থেকে মৌসুমী ফল বিতরণ করা হয়। এসময় উপস্থিত অতিথিরা মরহুমের জন্য দোয়া করে।
সর্বশেষ আব্দুল আজিজ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মঞ্জুরুল আলম টিপু সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।