
নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ, নির্যাতন করে ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় শাহ পরান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব বলছে, শাহ পরান এই ঘটনার মূল পরিকল্পনাকারী। তিনি ওই ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলীর ছোট ভাই। বড় ভাইয়ের সঙ্গে পূর্ব বিরোধের প্রতিশোধ নিতে এ ঘটনা ঘটিয়েছেন বলে জানায় র্যাব।

গ্রেপ্তার শাহ পরান ওই ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলীর ছোট ভাই। ছবি: র্যাব
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলীর ছোট ভাই শাহ পরানই নারীকে মারধর, বিবস্ত্র করা এবং ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার মূল পরিকল্পনাকারী। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাঁর কাছ থেকে ঘটনার ছবি, ভিডিওসহ গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে শাহ পরান এ ঘটনা ঘটিয়েছেন।
সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, প্রায় দুই মাস আগে পারিবারিক বিষয়ে ফজর আলী ও তাঁর ভাই শাহ পরানের মধ্যে কথা-কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে। বিবাদের সমাধান করতে গ্রামে সালিস করা হয়। সেখানে বড় ভাই ফজর আলী জনসম্মুখে ছোট ভাই শাহ পরানকে চড়-থাপ্পড় মারেন। এ অপমানের প্রতিশোধ নিতে শাহ পরান এ পরিকল্পনা সাজান।