
স্পোর্টস ডেস্ক :
নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন নিয়ে মিয়ানমারে গিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সেই স্বপ্ন পূরণের পথে আজ অনেকটাই এগিয়ে গেল পিটার বাটলারের দল। র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে ইয়াঙ্গুনে ২-১ গোলে হারিয়ে এশিয়ার শীর্ষ মঞ্চে পা রাখার দ্বারপ্রান্তে পৌঁছেছে বাংলাদেশ।
এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের সি গ্রুপের এই ম্যাচে বাংলাদেশের হয়ে দুইটি অসাধারণ গোল করেছেন ঋতুপর্ণা চাকমা। ম্যাচের ১৭তম মিনিটে শামসুন্নাহার জুনিয়র ফাউলের শিকার হয়ে ফ্রি কিক আদায় করেন। ফ্রি কিক শট প্রতিহত হলেও ফিরতি বলে দুর্দান্ত শটে গোল করেন ঋতুপর্ণা। এরপর ৭১তম মিনিটে বা প্রান্ত থেকে দূরপাল্লার শটে দ্বিতীয়বারের মতো মিয়ানমারের জালে বল জড়ান তিনি।
ম্যাচের শেষ বাঁশি বাজার পর উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ দল। র্যাঙ্কিং, মাঠ ও অভিজ্ঞতায় এগিয়ে থাকা মিয়ানমারকে তাদের ঘরের মাঠে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলার মেয়েরা। এর আগে ফিফা র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছিল তারা।
এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ। নারী এশিয়ান কাপ বাছাইয়ে আটটি গ্রুপের আট চ্যাম্পিয়নই মূল পর্বে খেলবে। সি গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ তুলনামূলকভাবে দুর্বল তুর্কমেনিস্তান। সে ম্যাচে হারলেও বাংলাদেশের খুব একটা ক্ষতি হবে না। মিয়ানমার যদি বাহরাইনকে হারায়, তাহলেও দুই দলের পয়েন্ট হবে সমান ৬। তবে হেড-টু-হেড বিবেচনায় এগিয়ে থাকায় বাংলাদেশই হবে গ্রুপ চ্যাম্পিয়ন।
এদিকে আজ বাহরাইন ও তুর্কমেনিস্তানের ম্যাচ ড্র হলে বা বাহরাইন জিতলেও বাংলাদেশের এশিয়ান কাপ নিশ্চিত হয়ে যাবে। এমন পরিস্থিতিতে এবারই প্রথমবারের মতো নারী ফুটবলে বাংলাদেশ এশিয়ার শীর্ষ টুর্নামেন্টে খেলতে যাচ্ছে।
১৯৮০ সালে বাংলাদেশ পুরুষ ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপে খেলেছিল। এরপর বহু বছর কেটে গেছে। অবশেষে সেই গর্বের সুযোগ পেতে যাচ্ছে নারীরাও। আজকের জয় তাই কেবল একটি ম্যাচ জয় নয়, এটি দেশের নারী ফুটবলের ইতিহাসে এক অনন্য মাইলফলক।