
জুলফিকার আলী জুয়েল :
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে চোর সন্দেহে গার্মেন্টস শ্রমিক হৃদয় (২০) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মূল আসামি বেলালসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ।
শনিবার (২৮ জুন) সকালে গ্রীণল্যান্ড গার্মেন্টসে হৃদয়কে রশি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। হৃদয় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা এবং ডাইং সেকশনে অস্থায়ী মিস্ত্রী হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। নিহতের ভাই লিটন মিয়া কোনাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১ এর অভিযানে মঙ্গলবার (১ জুলাই) চান্দনা চৌরাস্তা এলাকা থেকে প্রধান আসামি বেলাল হোসেন (৪৫) কে গ্রেফতার করা হয়। এছাড়া কোনাবাড়ী থানা পুলিশ গ্রেফতার করেছে আরও দুই নিরাপত্তাকর্মী—শফিকুল ইসলাম (৩০) ও অপর বেলাল হোসেনকে।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। হৃদয় হত্যার প্রতিবাদে বিক্ষোভ করে স্থানীয় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।