
জুলফিকার আলী জুয়েল :
অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শ্রমিক নেতৃবৃন্দের গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার গ্রিনল্যান্ড গার্মেন্টসের শ্রমিক হৃদয় হত্যার প্রতিবাদে মঙ্গলবার (০২ জুলাই) জয়দেবপুর রাজবাড়ী মাঠ সংলগ্ন গাজীপুর ডিসি অফিসের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. ফারদিন হাসান হাসিব। তিনি বলেন, “একজন শ্রমিক হত্যার ন্যায়বিচার না হলে দেশের কোনো শ্রমিকই নিরাপদ নয়। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
মানববন্ধনে গাজীপুর মহানগর ও আশপাশের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের নিষ্ঠুর ঘটনা শ্রমিক সমাজকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। এর সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়বে।
বক্তব্যে আরও দাবি জানানো হয়, হৃদয়ের পরিবার যেন ন্যায়বিচার পায় এবং ক্ষতিপূরণসহ তাদের পাশে দাঁড়ানো হয়।