
মোঃ আলমগীর হোসাইন :
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অবস্থিত গ্রীনল্যান্ড লিমিটেডের শ্রমিক হৃদয়কে পিটিয়ে হত্যার প্রতিবাদে শুক্রবার (২৮ জুন) বিকেলে সড়কে নেমে আসে ক্ষুব্ধ শ্রমিকরা। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে শতাধিক শ্রমিক অংশগ্রহণ করে।
জানা যায়, গত ২৭ জুন রাত ১০টার দিকে গ্রীনল্যান্ড গার্মেন্টস লিমিটেড কর্তৃপক্ষ হৃদয়কে বয়লারের মেকানিক্যাল কাজের জন্য ফ্যাক্টরিতে ডেকে নেয়। এরপর ২৮ জুন ভোররাত ৩টা থেকে ৬টার মধ্যে কোনো একসময় ফ্যাক্টরির ভেতরে হৃদয়কে নির্মমভাবে মারধর করে হত্যা করা হয়।
ফ্যাক্টরি কর্তৃপক্ষ প্রথমে দাবি করে, হৃদয় চুরি করতে গিয়ে ফ্যাক্টরির দেয়াল বেয়ে নামার সময় পড়ে গিয়ে আহত হয়। তবে মৃতদেহে অসংখ্য আঘাতের চিহ্ন ও কয়েকটি সিসিটিভি ফুটেজ এই দাবির বিরোধিতা করে। ছবিতে চিহ্নিত কিছু লোকজন, যাদের অধিকাংশই ফ্যাক্টরির স্টাফ বলে ধারণা করা হচ্ছে, হৃদয়কে পেটাতে দেখা যায়।
হৃদয় দীর্ঘ এক মাস ধরে গ্রীনল্যান্ড গার্মেন্টসে অস্থায়ী ভিত্তিতে কাজ করছিল। হত্যার ঘটনায় শ্রমিকদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
আজকের বিক্ষোভে বক্তারা বলেন, “একজন শ্রমিককে যারা পিটিয়ে মেরেছে, তারা এই রাষ্ট্রে কীভাবে নিরাপদ থাকে? হৃদয় হত্যার বিচার চাই—তা না হলে গার্মেন্টস আন্দোলনে অচল হয়ে যাবে।”
তারা দ্রুত বিচার, সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্টদের গ্রেফতার দাবি জানান।
এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বাকিদেরও শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।