
হাবিবুল্লাহ বাহার-শ্যামনগর প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১০ নং আটুলিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু তিনি ব্যক্তি উদ্যোগ এবং সরকারি সহায়তা উভয় মাধ্যমেই ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
চেয়ারম্যান আবু সালেহ বাবু শুধু একজন জনপ্রতিনিধি নন, বরং একজন মানবিক নেতা হিসেবেও জনগণের কাছে পরিচিত হয়ে উঠেছেন। বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, অসহায়দের পাশে দাঁড়ানো এবং দুর্যোগকালে জরুরি সহায়তা প্রদানসহ নানাবিধ উদ্যোগে তিনি জনগণের আস্থাভাজন হয়ে উঠেছেন।
উল্লেখযোগ্য উদ্যোগসমূহ:
★ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ: চেয়ারম্যান আবু সালেহ বাবু স্থানীয় সরকার ও বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে সমন্বয় করে সড়ক, ড্রেনেজ, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, স্যানিটেশন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
★ জনগণের সঙ্গে সরাসরি সংযোগ: তিনি নিয়মিত ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে জনগণের সাথে মতবিনিময় করেন, অভিযোগ শোনেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেন।
★ স্থানীয় সমস্যার বাস্তব সমাধান: ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, কৃষি ও পরিবেশসহ নানা খাতের সমস্যা চিহ্নিত করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে তা সমাধানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
চেয়ারম্যান আবু সালেহ বাবুর এমন উদ্যোগ এবং অঙ্গীকার আটুলিয়া ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসনভিত্তিক ও উন্নয়নমুখী মডেল ইউনিয়নে পরিণত করতে সহায়ক হবে বলে স্থানীয়রা আশা করছেন।
এ বিষয়ে চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন, আমি চাই আটুলিয়া ইউনিয়ন হোক একটি আদর্শ ইউনিয়ন, যেখানে মানুষ উন্নয়নের সুফল ভোগ করবে। আমি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি, জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে এই স্বপ্ন বাস্তবে রূপ নেবে।