
বদিউজ্জামান-জলঢাকা, নিলফামারী :
প্রধান সমন্বয়কারী জনাব মো:আব্দুল মজিদ জাতীয় নাগরিক পার্টি নিলফামারী জেলা এর সভাপতিত্বে শনিবার বিকাল ০৩.৩০ ঘটিকায় শিল্পকলা একাডেমি নিলফামারী জেলা, নবগঠিত কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়।
এ সময় তিনি বলেন আমরা বার বার আওয়ামীলিগ এবং বিএনপি কে সরকার হিসেবে দেখেছি আর তাদের দেখতে চাই না এবার (NCP) কে সরকার হিসাবে দেখতে চাই।আওয়ামীগের মন্ত্রী আসাদুজ্জামান নুর (সাবেক)আমাদের নিলফামারীর মাটি থেকে কুটি কুটি টাকা দূর্নীতি করে বিদেশে পাচার করেছে তার নার্য্য বিচার চাই।
উক্ত অনুষ্ঠনে আরও উপস্থিত ছিলেন রেজাউল করিম রাজু প্রধান সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি জলঢাকা উপজেলা শাখা। সহ আরও অনেক নেতাকর্মী।
এ সময় তারা বলেন আমরা ১৯৭১ সালের কথা ঠিক মতো বলতে পারি না কিন্ত ২০২৪ শের গণঅভ্যুত্থান এর কথা বলতে পারি।তাই বার বার এক ভুল করতে পারি না।আমাদের দেশের তাজা প্রান কে আর নষ্ট করতে চাই না।চাই না আর কোনা মায়ের বুক খালি হউক। তারা বলেন, আমরা দেশের সাথে বন্ধুত্ব করতে চাই। কোন দেশের সরকারের সাথে নয়।
তাদের কথা বার্তা শুনে উক্ত স্থানে কিছু সমর্থক জাতীয় নাগরিক পার্টি (NCP) তে যোগদান করেন।