
হাবিবুল্লাহ বাহার-শ্যামনগর প্রতিনিধি :
২৬/৬/২৫ রোজ বৃহস্পতিবার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে ১২ নং গাবুরা ইউনিয়নের বিএনপি কার্যালয়ে শহীদ জিয়া স্মৃতি সংসদ শ্যামনগর উপজেলা শাখার আহ্বায়ক জনাব শাহিনুর শাহিনের নেতৃত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় গাবুরা ইউনিয়ন জাতীয়তাবাদী দল বি এন পি, ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে শাহিনুর রহমান শাহিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার ক্ষমতায় এলে রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। তিনি দেশের আইন-শৃঙ্খলা ও রাষ্ট্রীয় মেরামতের জন্য বিএনপি সরকারকে ক্ষমতায় আনতে নেতাকর্মীদের আন্তরিকতার সাথে কাজ করার অনুরোধ জানান।
এছাড়াও সভায় আরও অনেক স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।