
রফিকুজ্জামান সিজার-কুষ্টিয়া :
কুষ্টিয়ার কুমারখালীতে মিষ্টির কারখানা, বস্ত্র ও কসমেটিক্সর দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার ও বিএসটিআই এর ভ্রম্যমান আদালত। এসময় ১লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার দুপুরে বস্ত্র উৎপাদন প্রতিষ্ঠান রানা টেক্সটাইল, পদ্মাা কসমেটিক্স, কৃস্ট গোপাল স্টোর, কুমারখালী স্টোর ও গতকাল মঙ্গলবার দয়রামপুর ঘোষপাড়া এলাকার বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার এন্ড বেকারীতে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম আলী। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য পরিদর্শক ইয়াসিন আরাফাত, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ফারুক হোসেন।
এদিকে বিএসটিআই এর অভিযানে রানা টেক্সটাইলে লাইসেন্স নবায়ন না করায় ২৫ হাজার, পদ্মা কসমেটিক্স ১০ হাজার, কৃস্ট গোপাল স্টোর ১০ হাজার কুমারখালী স্টোরকে ভেজাল ও নকল পণ্য বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন কুমারখালী সহকারী কমিশনার ভূমি বিজয় কুমার জোয়ার্দার। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএসটিআই এর কর্মকর্তা দীপংকর দত্ত।
জানা গেছে, দয়রামপুর ঘোষপুর এলাকায় রমন ঘোষের জামাই সুশান্ত কুমার ঘোষের একটি বড় গরুর খামারে কোনো প্রকার বৈধ কাগজপত্রাদি ছাড়াই সেখানে মিষ্টিজাত পণ্য উৎপাদনের কারখানা তৈরি করে আসছিল। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত মিষ্টিজাত পণ্যে মশা, মাছি ও পোকামাকড় ভনভন করছিল। সেখানে অভিযান চালিয়ে ভোক্তা অধিদপ্তর ৭০ হাজার টাকা জরিমানা করে।