
মোঃ আবু সালেক ভূইয়া :
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে গাজীপুর মহানগর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ড. মোঃ নাজমুল করিম খান, কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর সভাপতিত্বে উক্ত সভায় কমিশনার মহোদয় বলেন “গাজীপুর মহানগরের সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের পাশাপাশি সকল নিরাপত্তা সংস্থা ও জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।” এছাড়াও পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে জনসাধারণের নিরাপত্তা বিধানে বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানান।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান এবং পুলিশ সুপার গাজীপুর, উপ-পুলিশ কমিশনারবৃন্দ , ডিজিএফআই, সেনাবাহিনী, র্যাব-১, ধান গবেষণা ইন্সটিটিউট, আনসার ও ভিডিপি, এনএসআই এর প্রতিনিধি এবং গাজীপুর মহানগর এলাকার বিভিন্ন রিসোর্ট মালিক কতৃপক্ষের প্রতিনিধিবৃন্দ।