
শরিফুল ইসলাম-কালিহাতী :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় গরুবোঝাই একটি পিকআপ ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে। তবে কালিহাতী থানা পুলিশের তাৎক্ষণিক অভিযানে গরু ও পিকআপটি উদ্ধার করা সম্ভব হয়েছে। মঙ্গলবার (৩ জুন) ভোররাত আনুমানিক ৩টা থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গরুবোঝাই পিকআপটি ঘাটাইল উপজেলা থেকে কালিহাতী উপজেলার দিকে আসছিল। পথে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল গাড়িটি থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালায়। খবর পেয়ে কালিহাতী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
উদ্ধার হওয়া পিকআপটিতে মোট ৪টি গরু ছিল। এগুলো কুড়িগ্রাম জেলার রৌমারী থানার শামসুল আলম (৫০) ও মোঃ এরশাদুল (৩০) নামের দুই ব্যক্তির মালিকানাধীন। তবে ঘটনার পর থেকে গাড়িচালক মিন্টু (২৫) ও তার সহকারী হেলপারের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
পুলিশ ধারণা করছে, ছিনতাইকারী দলের সদস্য সংখ্যা ৮ থেকে ১০ জন হতে পারে। বর্তমানে গরুগুলো এবং পিকআপটি কালিহাতী থানায় হেফাজতে রয়েছে।
এদিকে স্থানীয়রা এই ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।