
নাজমুল আহসান-শ্রীপুর, প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর নতুন বাজার এলাকায় অবস্থিত জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানায় এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (৩ জুন) সকাল থেকে কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৭টার দিকে কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়েন শ্রমিক মো. জাকির হোসেন (৩০)। গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাকির নেত্রকোণার বারহাট্রা উপজেলার বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে ওই কারখানায় কর্মরত ছিলেন।
জাকিরের সহকর্মীদের অভিযোগ, তিনি ছুটির আবেদন করলে কর্তৃপক্ষ তার সঙ্গে দুর্ব্যবহার করে। এতে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যা করেন। তবে কারখানার এজিএম জুবায়ের বাসার জানান, জাকির পারিবারিক কলহে হতাশাগ্রস্ত ছিলেন, যা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।
মঙ্গলবার সকাল থেকেই শ্রমিকরা কারখানার ভেতর ও বাইরে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সকাল ৯টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে শ্রমিক ও পুলিশ। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একটি সাঁজোয়া যান ভাঙচুর করেন বলে জানা গেছে।
শ্রমিকদের দাবি, সংঘর্ষে তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বেলা ১১টা পর্যন্ত ঘটনাস্থলে অবস্থান করছিলেন।
পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তারা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।