
বদিউজ্জামান-জলঢাকা (নীলফামারী) :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বেকসুর খালাস উপলক্ষে জলঢাকায় এক শুকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলা জামায়াতের কার্যালয় আল ফালাহ এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জলঢাকা পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোজাম্মেল হক এর সভাপতিত্বে পৌর সেক্রেটারি মাওলানা অপিয়ার ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।
প্রধান অতিথি বলেন, “আজহার ভাই কে জুডিশিয়াল ক্লিং এর মাধ্যমে হত্যা করার চেষ্টা করা হয়ছে। এবং জামায়াতের কেন্দ্রীয় শীর্ষ ৫ জন নেতাদের হত্যা করেছে।ফেসিষ্ট হাসিনার উদ্দশ্য ছিলো জামায়াত কে ধ্বংশ করা নয় বরং ইসলামি আন্দোলন কে নিঃশেষ করা। কিন্তু আল্লাহর পরিকল্পনার ছিলো আলাদা। আমরা দোয়া করি, আল্লাহ যেন তাঁকে হায়াতে তাইয়েবা দান করেন এবং ইসলামি আন্দোলনে তাঁর অবদান আরও জোরদার হয়।”
তিনি আরও বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে প্রমাণিত হবে, জামায়াতে ইসলামীর যেসব নেতার বিরুদ্ধে ফাঁসির আদেশ হয়েছে, তারাও আজহারুল ইসলামের মতোই নির্দোষ। তারা আশাবাদ ব্যক্ত করেন,বাংলাদেশে ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়েই এ জুলুমের অবসান ঘটবে ইনশাআল্লাহ।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জলঢাকা মাটি ও মানুষের নেতা অধক্ষ্য মাও,ওবায়দুল্লাহ সালাফি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জলঢাকা উপজেলা আমীর জনাব মোখলেছুর রহমান মাষ্টার। দোয়া ও মোনাজাতে আজহারুল ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।