
এ বি অপু :
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুশইনের সময় ৬৮ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার গভীর রাতে উপজেলার তিনটি সীমান্ত পয়েন্টে এই ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, রাত তিনটার দিকে জৈন্তাপুরের মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে প্রথমে ৩২ জন বাংলাদেশে প্রবেশ করে। তাদের মধ্যে ৩ জন শিশু, ১২ জন নারী ও ১৭ জন পুরুষ রয়েছেন। কিছুক্ষণের ব্যবধানে মিনাটিলা সীমান্ত দিয়ে আরও ২০ জন এবং নোয়াকোট সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে পুশইন করা হয়।
শ্রীপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে বিএসএফ একাধিক দলে ভাগ হয়ে পুশইনের চেষ্টা চালায়। গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি তাৎক্ষণিক অভিযান চালিয়ে সকল অনুপ্রবেশকারীদের আটক করে।
তিনি আরও জানান, আটককৃতদের অধিকাংশের বাড়ি বাংলাদেশের বিভিন্ন এলাকায় হলেও তারা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন। বর্তমানে তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে এবং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আইনানুগ ব্যবস্থার জন্য তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
সম্প্রতি সীমান্ত এলাকায় অনুপ্রবেশের ঘটনা বেড়ে যাওয়ায় গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করেছে বিজিবি।