
এ বি অপু :
জুলাই ২০২৪-এ সংঘটিত গণঅভ্যুত্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের সময় বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ওই সময় মোট ৬২৬ জনকে দেশের বিভিন্ন সেনানিবাসে নিরাপত্তার স্বার্থে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছিল।
প্রকাশিত তালিকা অনুযায়ী, আশ্রয়প্রাপ্তদের মধ্যে ছিলেন ২৪ জন রাজনৈতিক ব্যক্তি, ৫ জন বিচারক, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, ১২ জন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং ৫১ জন তাদের পরিবার–স্ত্রী ও শিশু।
বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে সিলেট সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ১৫ জন। এ তালিকায় রয়েছেন তৎকালীন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. সায়েদুল ইসলাম, গোয়াইনঘাটের সার্কেল এসপি সাহিদুর রহমান, ওসি মো. রফিকুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আবু জাহির।
তালিকায় আরও আছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. জাকির হোসাইন খান, উপ-কমিশনার মো. আজবাহার আলী শেখ, অতিরিক্ত কমিশনার মো. জুবায়েদ হোসেন, ট্রাফিক বিভাগের উপ-কমিশনার মাহফুজুর রহমান এবং সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিক।
এছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপধ্যক্ষ মো. জামাল উদ্দিন ভূঁইয়া, কর্মকর্তা মো. আলাউদ্দিন আহমেদ, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল আওয়াল এবং নিরাপত্তা কর্মকর্তা মো. আব্দুল রাকিবের নামও তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
আইএসপিআর-এর ভাষ্য অনুযায়ী, এই তালিকা প্রকাশের উদ্দেশ্য হলো বিষয়টির স্বচ্ছতা নিশ্চিত করা। তারা জানায়, ১৮ আগস্ট ২০২৪-এ এ-সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি ও তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। মানবিক দৃষ্টিকোণ থেকে এসব ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পক্ষ থেকে সাময়িক আশ্রয় দেওয়া হয়।